বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: কৃষিমন্ত্রী
বিএনপি আন্দোলনে কোনোদিন সফল হয়নি উল্লেখ করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত মিলে একটা ষড়যন্ত্র করছে। এই যে উন্নয়ন তা রাজাকার-আলবদরদের ভালো লাগে না। তারা মনে করেন তাদের ছাড়া দেশ চলবে না। অথচ দেশ আরও ভালোভাবে চলছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, লোকজনকে দেখানোর জন্য আন্দোলনের প্রতিযোগিতায় নেমেছে বিএনপি। তারা প্রতিদিন উসকানিমূলক কথাবার্তা, স্লোগান ও কর্মসূচি দিচ্ছেন। রাস্তাঘাট অবরোধ-আটকে মানুষের চলাফেরায় ভোগান্তি সৃষ্টি করছেন। তারা অহেতুক পুলিশের ওপর আক্রমণ করেন। প্রতিদিন আন্দোলন কর্মসূচি দেওয়ার মতো কোনো কারণ নেই। সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। সেটিই বর্তমান সরকার করছে।
মধুপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত সমবায়ী কৃষক ছানোয়ার হোসেন, ইদিলপুর বহুমুখী আনারস চাষি সমিতির সভাপতি ফজলুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম