ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটির কাট্টলি বিলে স্পিডবোট উল্টে নিখোঁজ ২

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০৪ নভেম্বর ২০২২

রাঙ্গামাটির লংগদুর উপজেলার কাট্টলি বিলে স্পিডবোট উল্টে দুজন নিখোঁজ রয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিলের গাছ টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- লিটন চাকমা ও এলিনা চাকমা।

লংগদুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, বিকেলে একটি স্পিডবোট আট যাত্রী নিয়ে বাঘাইছড়ির সিজক এলাকা থেকে রাঙ্গামাটি সদরে যাচ্ছিলেন। এসময় বোটটি লংগদুর উপজেলার কাট্টলি বিল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই বাল্কহেড ধাক্কা দেয়। এতে স্পিডবোটটি উল্টে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ছয়জনকে উদ্ধার করে রাঙ্গামাটি পাঠাই। এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন।

লংগদুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় জানান, এখনো দুজন নিখোঁজ রয়েছেন। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে।

সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস