ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৩ নভেম্বর ২০২২

মোংলায় সমাজের অবহেলিত প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের মানুষকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় সবাইকে চাহিদানুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।

Bagerhat-(3)

পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাইর বাড়ীতে এ চক্ষু সেবার আয়োজন করেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন, সাইট সেভার্স ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।

Bagerhat-(3)

আর সেবা দেন বাগেরহাটের দৃষ্টিদান চক্ষু হাসপাতাল। এ ক্যাম্পটি পরিচালনা করেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন ও শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা শেখ মো. কামরুজ্জামান জসিম। ফ্রি এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আব্দুস সালাম।

আবু হোসাইন সুমন/জেএস/এমএস