ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভাসানচর থেকে পালানো দুই দালালসহ সাত রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০১ নভেম্বর ২০২২

নোয়াখালীর ভাসানচর থেকে পালানো সাত রোহিঙ্গাসহ দুই দালালকে আটক করেছে চরজব্বার থানা পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) ভোরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। এর আগে সোমবার রাতে চরমাকছুমুল গ্রামের লোকজন দালালসহ রোহিঙ্গাদের দেখে পুলিশে খবর দেন।

আটক রোহিঙ্গারা হলেন, ৮৭ নম্বর ক্লাস্টারের মো. আলি আহম্মদ (২৬), তার দুই স্ত্রী সোনা মেহের (১৮) ও ফিরোজা (২২), তাদের দুই সন্তান ইয়াছমিন (১০ মাস) ও মো. একরাম (১৪ মাস), ১২ নম্বর ক্লাস্টারের মো. নুরুল হাকিম (২৬) এবং ৮১ নম্বর ক্লাস্টারের মো. আলম (২৪)।

এছাড়া স্থানীয় দুই দালাল মো. নুর আমিন (৫০) ও মো. ইউসুফকেও আটক করা হয়েছে। তাদের বাড়ি সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে।

রোহিঙ্গাদের দাবি, দালাল নুর আমিন ভাসানচরে মাছের ব্যবসা করার সুবাদে তাদের সঙ্গে পরিচয়। সে রোহিঙ্গাদেরকে ইটভাটায় কাজ দেওয়ার কথা বলে ২০ হাজার টাকার বিনিময়ে সুবর্ণচরে নিয়ে আসে।

ভাসানচর থেকে পালানো দুই দালালসহ সাত রোহিঙ্গা আটক

তারা আরও জানায়, রোববার (৩০ অক্টোবর) রাতে নৌকায় করে ভাসানচর থেকে রওয়ানা দিয়ে সোমবার সন্ধ্যায় সুবর্ণচর পৌঁছেছে।

স্থানীয়রা জানায়, রাতে ঘোরাঘুরিতে সন্দেহ হলে নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে কামাল বাজারের লোকজন আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী দালালদেরও আটক করা হয়। পরে খবর দিলে শেষ রাতের দিকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাসানচর ও কক্সবাজারের দুই ক্যাম্পেই রোহিঙ্গাদের নিবন্ধন থাকতে পারে। বিষয়টি যাচাই-বাছাই চলছে। মামলা রুজু করে দালালসহ রোহিঙ্গাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/জেএস/জেআইএম