ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সরকারি উদ্যোগে চিনিকল চালুসহ ৫ দফা দাবি শ্রমিক-চাষিদের

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ৩০ অক্টোবর ২০২২

সরকারি উদ্যোগে পঞ্চগড়ে বন্ধ চিনিকল চালসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শ্রমিক ও আখচাষিরা। রোববার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় চিনিকল মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মতবিনিময়য় সভায় জেলা আখচাষি ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটি এ দাবি তোলে।

চিনিকল শ্রমিক নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় আখচাষি ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি জহিরুল ইসলাম, কমিটির কেন্দ্রীয় নেতা মাসুদ রেজা, রাজু আহমেদ বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন শ্রমিক নেতা মাহবুব রহমান মিজান। এতে পঞ্চগড় চিনিকল শ্রমিক ও আখচাষিরা উপস্থিত ছিলেন।

সভায় রাষ্ট্রায়ত্ত চিনিকল অবিলম্বে চালু, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, অস্থায়ীদের স্থায়ী করণ, আখের মণ ২০০ টাকা করাসহ পাঁচ দফা দাবি জানিয়ে বক্তরা বলেন, তা নাহলে আখচাষি ও শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয়ভাবে গোলটেবিল আলোচনা, চিনিকল এলাকায় সভা সমাবেশ, সংগ্রাম কমিটি গঠন এবং খাদ্য শিল্প করপোরেশন ভবন ঘেরাও করা হবে।

সফিকুল আলম/এসজে/জিকেএস