ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে এলেন বর

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০২২

ছোটবেলায় দাদা-দাদির কাছে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ার গল্প শুনেছেন। পরে মনে মনে ঠিক করেন বড় হয়ে তিনিও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাবেন। ছোটবেলার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিলেন আল-মামুন।

আল-মামুন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ রুহিয়া গ্রামের বাদশা মেম্বারের ছেলে।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে নিজ গ্রাম খোর্দ্দ রুহিয়া থেকে ছয়টি ঘোড়ার গাড়িতে সহযাত্রীর বহর নিয়ে আল-মামুন বিয়ে করতে যান ১৮ কিলোমিটার দূরে গাইবান্ধা সদর উপজেলার পাঁচজুম্মা এলাকার কনের বাড়িতে। রাতেই বিয়ে করে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন।

বিয়ে করতে যাওয়ার সময় সারি সারি ঘোড়ার গাড়িতে বরযাত্রী দেখে উৎসুক জনতা রাস্তার দুই ধারে ভিড় জমান।

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে এলেন বর

ব্যতিক্রম এই বিয়ের আয়োজন দেখতে আসা মেনাজ উদ্দিন ব্যাপারী নামের এক বৃদ্ধ বলেন, ‘প্রায় তিন যুগ আগে গরুর গাড়ি ও ঘোড়ার গাড়িতে চড়ে মানুষ বিয়ে করতে যেতো। কালের গর্ভে সেটি হারিয়ে গেছে। আজ হঠাৎ ঘোড়ার গাড়িতে বরযাত্রী দেখে মুগ্ধ হয়েছি।’

বর আল-মামুন বলেন, ‘শিশুকালে দাদা-দাদির কাছে ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাওয়ার কথা শুনেছি। তখন থেকে আমার স্বপ্ন জাগে আমিও এভাবে বিয়ে করতে যাবো। অবশেষে সেই স্বপ্ন পূরণ করলাম। বেশ ভালো লাগছে।’

প্রবীণ ব্যক্তি লাল মিয়া সরকার বলেন, বর্তমান তরুণ প্রজন্ম বিষয়টি দেখে অনুপ্রাণিত হবে। যারা এখনো বিয়ে করেননি তারা এমন ব্যতিক্রমী আয়োজন করলে গ্রামীণ ঐতিহ্য আবারও ফিরে আসবে।

এসআর/জেআইএম