ভোলায় নদী ভাঙন রোধে সহস্রাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে : তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া যাই বলুক আগামী ২০১৯ সালের আগে জাতীয় সংসদ নির্বাচন নয়। বিএনপি দেশটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। মানুষ পুড়ে মেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ এগিয়ে চলছে। দেশ আরো এগিয়ে যাবে। ভোলার প্রধান সমস্যা নদী ভাঙন রোধে সাড়ে ৫০০ কোটি টাকার একটি প্রকল্প সম্প্রতি একনেকে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
ভোলার নদী ভাঙন রোধে সহস্রাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা-বরিশাল সড়ক পথের ব্রিজ নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। খুব শিগগিরই এর কাজ শুরু হবে।
বৃহস্পতিবার বিকেলে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাসের মজুদ রয়েছে। এখানে শিল্প কারখানা গড়ে উঠবে। দেশের গ্যাস সংকট মুহূর্তে ভোলার গ্যাস চাহিদা মিটাবে। বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও দলীয় নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর কোনো নির্যাতন চালায়নি। আওয়ামী লীগ বিএনপির নির্যাতনের কোনো জবাব দেয়নি। কারণ আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। গঙ্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খলিল বদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তৃতা করেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, গঙ্গাপুর ইউপি চেয়ারম্যান রিয়াজউদ্দিন প্রমুখ।
জনসভায় গংগাপুর ইউনিয়ন ছাড়াও আশপাশের ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী জনসভায় যোগ দেন। বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার সকালে হেলিকপটারযোগে ভোলায় আসেন।
অপু/এমএএস/পিআর