যমুনায় বাড়ছে পানি, কমছে না আতঙ্ক
যমুনায় পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে ভাঙন আতঙ্কে রয়েছেন যমুনাপাড়ের মানুষ। যমুনা হার্ডপয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৪৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কাজিপুর পয়েন্টে বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন। তবে এ অসময়ে পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন।
জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা শাহিনুর বেগম। তিনি জাগো নিউজকে বলেন, ‘গতমাসের শেষের দিকে ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। কোনো কিছুই সরাতে পারিনি।’
একই কথা বলেন চৌহালী উপজেলার এনায়েতপুরের রোকেয়া বেগম। তিনি বলেন, তার স্বামীর রেখে যাওয়া বসতভিটা ও ফসলি জমি ছিল। সবকিছুই এখন নদীতে। বর্তমানে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন তিনি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান জাগো নিউজকে বলেন, যমুনায় ভাঙনে বসতভিটা হারানোদের পুনর্বাসন করা হচ্ছে। উপজেলা প্রশাসন থেকে চাল ও টিন বরাদ্দ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জাগো নিউজকে বলেন, জেলার কাজীপুর ও সদরে নদীভাঙন রোধ এবং ভূমি পুনরুদ্ধার হয়েছে। এখন শাহজাদপুর উপজেলার জালালপুরে কিছু স্থানে নদীভাঙন রয়েছে।
এসআর/এএসএম