ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাপাহারে অপহৃত দুই কিশোর উদ্ধার, আটক ৫

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১০:০১ পিএম, ০৬ অক্টোবর ২০২২

নওগাঁর সাপাহারে দুই কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর সরদারপাড়া মোড়ে এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় অপহৃত দুই কিশোরকে উদ্ধার করে সাপাহার ও পত্নীতলা থানা পুলিশ।

উদ্ধার দুই কিশোর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের রমজান আলীর ছেলে মারুফ হোসেন (১৫) ও তার বন্ধু কলমুডাঙ্গা গ্রামের জাইবুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৬)

আটকরা হলেন পত্নীতলা উপজেলার হরিরামপুর কলেজ পাড়ার নওশাদ আলীর ছেলে মামুনুর রশিদ মামুন (৩০), নজিপুর পলিপাড়ার এলাকার মেসবাউল হকের ছেলে আব্দুস সোবাহান খোকন (২৪), নজিপুর মাদরাসা পাড়ার আব্দুল কাদেরের ছেলে মাহমুদ হাসান সোহাগ (২৭), নওগাঁ সদর উপজেলার বক্তারপুরের মোরশেদ আলমের ছেলে নাহিদ হোসেন (২০) এবং দিঘা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাপাহার উপজেলা সদরের ওয়ালটন মোড় সংলগ্ন আদি ইসলামিয়া হোটেলের সামনের পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল মারুফ হোসেন ও তার বন্ধু মেহেদী হাসান। এ সময় অজ্ঞাতপরিচয় ৭-৮ জন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই দুই কিশোরকে একটি সাদা হাইস গাড়িতে তুলে নিয়ে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যান।

অপহরণকারীরা পরে অপহৃত মারুফের বাবার কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ছেলের জীবনের কথা চিন্তা করে রমজান আলী দুটি মোবাইল নম্বর থেকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার বিকাশ করেন। এরপরও বারবার ফোন করে অপহরণকারীরা আরও টাকার জন্য চাপ দেন এবং তাদের মারপিট করতে থাকেন।

এ বিষয়ে রমজান আলী সাপাহার থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর সাপাহার ও পত্নীতলা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পত্নীতলা উপজেলার নজিপুর সরদারপাড়া মোড়ের একটি ভাড়া বাসা থেকে অপহৃত দুই কিশোরকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/এসআর/জেআইএম