ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাইকে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ১১:৪১ পিএম, ০৫ অক্টোবর ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জিসান (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে জিসানের বন্ধু ওমর রোকন (২২) গুরুতর আহত হয়েছেন।

নিহত জিসান ভৈরব বাজারের ব্যবসায়ী আবদুস সালামের দ্বিতীয় ছেলে। তিনি ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

নিহতের বাবা আবদুস সালাম বলেন, বিকেলে আমার ছেলে তার ঢাকার বন্ধু ওমর রোকনকে নিয়ে
মোটরসাইকেল যোগে আশুগঞ্জ ঘুরতে যায়। আশুগঞ্জে উজান ভাটি রেস্টুরেন্টে নাস্তা করার পর ব্রাক্ষণবাড়িয়ার দিকে যাওয়ার পথে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিসান প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় ওমর রোকনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জিসানের মরদেহ আশুগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।

ভৈরব থানার পরির্দশক (অপারেশন) মো. কায়সার আহমেদ বলেন, দুর্ঘটনাটি ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ এলাকায় ঘটেছে। তবে জানা যায়, স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য ভৈরবে নিয়ে এসেছেন।

রাজীবুল হাসান/ইএ