ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শাহানাজ পারভীন

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৭:১০ পিএম, ০২ অক্টোবর ২০২২

নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শাহনাজ পারভীন। তিনি বারহাট্টা উপজেলার উত্তর নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে তাকে নির্বাচিত করেছে জেলা বাছাই কমিটি। রোববার (২ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহনাজ পারভীন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রোহিতখালি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নোয়াখালী জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন ও লুৎফুন্নাহারের সন্তান। তিনি নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নোয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজ তত্ত্ব বিভাগে অনার্স ও মাস্টার্স করেন।

২০১৩ সালে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় সরাসরি তিনি প্রধান শিক্ষক হিসেবে ঝাউয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। এরপর তিনি উত্তর নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। এছাড়া তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক নানা কার্যক্রমে ভালো ফলাফল অর্জন করে আসছে। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ নানা কাজ করে যাচ্ছেন।

প্রধান শিক্ষক শাহনাজ পারভীন বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।

এইচ এম কামাল/এমআরআর/জেআইএম