ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলা বন্দরে মেট্রোরেলের দ্বাদশ চালানের কোচ-ইঞ্জিন

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০১ অক্টোবর ২০২২

দ্বাদশ চালানে ঢাকা মেট্রোরেলের আটটি কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি ভেনাস ট্রাম্প। শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এতে মেট্রোরেলের মেশিনারিজসহ একটি পাওয়ার প্লান্টেরও মালামালও রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি ভেনাস ট্রাম্প। পথে কোরিয়ার মারসান বন্দর থেকে এদেশের একটি পাওয়ার প্লান্টের মালামাল নিয়ে আসে জাহাজটি।

তিনি আরও বলেন, মেট্রোরেলের কোচ ও ইঞ্জিনের পাশাপাশি ৪৪০ মেট্রিকটন ওজনের মেশিনারি ও পাওয়ার গ্রিড কোম্পানির ৩৬৭ মেট্রিকটন ওজনের ৭৫ প্যাকেজ মালামাল নিয়ে ভেনাস ট্রাম্প শনিবার বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

মোংলা বন্দরে মেট্রোরেলের দ্বাদশ চালানের কোচ-ইঞ্জিন

ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ জাহাজটিতে আসা কোচ ও ইঞ্জিন রোববার সকাল ৭টা থেকে খালাস শুরু হবে। খালাসের সঙ্গে সঙ্গে তা বার্জে (নৌযান) করে নৌপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, জাহাজটিতে ঢাকার পাওয়ার গ্রিড কোম্পানির যে বৈদ্যুতিক মালামাল এসেছে তা সন্ধ্যা ৬টা থেকে খালাস শুরু হয়েছে। এগুলোও নদী পথে ঢাকায় নেওয়া হবে।

মোংলা বন্দরে মেট্রোরেলের দ্বাদশ চালানের কোচ-ইঞ্জিন

ওয়াহিদুজ্জামান জানান, এর আগে গত ২২ আগস্ট আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে এম ভি হোসি ক্রাউন এই বন্দরে এসেছিল। এ পর্যন্ত ৭৮টি কোচ ও ৩৮টি ইঞ্জিন এসেছে ঢাকা মেট্রোরেলের। বাকি ২৮টি কোচ ও ইঞ্জিন ধারাবাহিকভাবে এ বন্দর দিয়েই আমদানি, খালাস ও পরিবহন হবে বলেও জানান তিনি।

আবু হোসাইন সুমন/এমআরআর/জেআইএম