পঞ্চগড়ে নৌকাডুবি
ঘটনা তদন্তে কমিটির মেয়াদ বাড়লো ৩ দিন
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় দীপঙ্কর রায়।
তিনি বলেন, কমিটির সব সদস্য একই সময়ে দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেওয়া ও মৃতদের পরিবারকে সহায়তায় সরাসরি সম্পৃক্ত থাকায় তদন্ত কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে। তাই সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে আমি আহ্বায়ক হিসেবে আরও তিন কার্য দিবস সময় বাড়ানোর জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করলে জেলা প্রশাসক তা মঞ্জুর করেন।
এর আগে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নৌকাডুবির ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়কে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আওলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৬৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের দেওয়া তালিকা অনুসারে এখনো চারজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
৬৮ জন মৃতের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর দুজন, ঠাকুরগাঁওয়ের তিনজন ও পঞ্চগড় সদরের একজন রয়েছেন। এদের মধ্যে ৩০ নারী, ১৭ পুরুষ ও ২১ শিশু রয়েছে।
এসজে/এমএস
টাইমলাইন
- ০৫:২৪ পিএম, ০২ অক্টোবর ২০২২ দুর্গোৎসবের পরিবর্তে চলছে শোকের মাতম
- ০২:৪১ পিএম, ০২ অক্টোবর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: উদ্ধার অভিযান চলছে, এখনও নিখোঁজ ৩
- ০৩:০৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ ‘মোর জয়ার লাশটাও কি শ্যাষবার দেখির পাবো না’
- ০৮:৫১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ নববধূ নিয়ে মহালয়ায়, চারদিন পর মিললো হিমালয়ের মরদেহ
- ০৫:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: চতুর্থদিনে একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৩
- ০৩:০৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা বীর মুক্তিযোদ্ধা মঙ্গলু
- ১২:৪৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ ৪ দিন ধরে স্বামীর অপেক্ষায় নববধূ বন্যা
- ১১:০৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ ঘটনা তদন্তে কমিটির মেয়াদ বাড়লো ৩ দিন
- ০৭:৪২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ের আরও চার মরদেহ ভেসে এলো দিনাজপুরে
- ০৩:৪৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
- ০১:০৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় বাড়ছে লাশের মিছিল, ৬১ জনের মৃত্যু
- ০৯:০১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় মিললো আরও ৬ মরদেহ, মৃত বেড়ে ৫৬
- ০৯:১১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ ‘যাত্রীরা যে পাশেই যাচ্ছিলেন সে পাশেই ঢুকছিল পানি’
- ০৮:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ ৬০ জনের ধারণক্ষমতার নৌকাটিতে যাত্রী ছিলেন ‘দেড় শতাধিক’
- ০৭:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ আরও ৬ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪৯
- ০৫:৫২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ মিললো আরও ৪ মরদেহ, মৃত বেড়ে ৪৩
- ০৩:৩১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ মৃতের সংখ্যা বেড়ে ৩৯, এখনো নিখোঁজ ৫১
- ১১:২৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩২
- ০৯:২১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনো নিখোঁজ ৬৫
- ০৬:০৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ আরও একজনের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ২৫
- ০৯:৪৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ এখনো নিখোঁজ ৪০, খোলা হয়েছে তথ্যকেন্দ্র
- ০৯:৩৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় নৌকাডুবি: একে অন্যকে জড়িয়ে বাঁচার আকুতি করছিল যাত্রীরা
- ০৮:৫০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় নৌকাডুবি: ঘটনা তদন্তে জেলা প্রশাসনের কমিটি
- ০৪:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু