ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে নৌকাডুবি

করতোয়ায় মিললো আরও ৬ মরদেহ, মৃত বেড়ে ৫৬

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৯:০১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ফের উদ্ধার অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় এ উদ্ধার অভিযান শুরু হয়। এ সময় নদীর বিভিন্ন এলাকা থেকে ছয়জনের মরদেহ পাওয়া যায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী- উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় আমাদের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ ভোরে আবারো অভিযান শুরু হয়। এখনো যারা নিখোঁজ আছেন তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলবে।

নৌকাডুবিতে মৃত ব্যক্তিদের মধ্যে হাশেম আলী (৭০), শ্যামলী রানি (১৪), লক্ষ্মী রানি (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানি (২৭), দিপঙ্কর (৩), পিয়ন্ত (আড়াই বছর), রুপালি ওরফে খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানি (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী, জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানি (২৫), সানেকা রানি (৬০), সফলতা রানি (৪০), বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানি ওরফে শিমুলি (৩৫), উশোশি (৮), তনুশ্রী (৫), ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সুচিত্রা (২২), কবিতা রানী (৫০), বেজ্যে বালা (৫০), দিপশিখা রানী (১০), সুব্রত (২), জগদীশ (৩৫), যতি মৃন্ময় (১৫), গেন্দা রানী, কনিকা রানী, আদুরী (৫০), পুষ্পা রানী, প্রতিমা রানী (৫০), সূর্যনাথ বর্মন (১২), হরিকেশর বর্মন (৪৫), নিখিল চন্দ্র (৬০), সুশীল চন্দ্র (৬৫), যুথি রানী (১), রাজমোহন অধিকারী (৬৫), রূপালী রানী (৩৮), প্রদীপ রায় (৩০) এবং পারুল রানীর (৩২) নাম জানা গেছে। তাদের সবার বাড়ি পঞ্চগড়ে।

রোববার দুপুরে উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় যাচ্ছিলেনে দেড় শতাধিক সনাতন ধর্মাবলম্বী। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি করতোয়া নদীর আওলিয়াঘাট এলাকায় ডুবে যায়। এ পরপরই এসব হতাহতের ঘটনা ঘটে।

সফিকুল ইসলাম/এসজে/জেআইএম

টাইমলাইন

  1. ০৫:২৪ পিএম, ০২ অক্টোবর ২০২২ দুর্গোৎসবের পরিবর্তে চলছে শোকের মাতম
  2. ০২:৪১ পিএম, ০২ অক্টোবর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: উদ্ধার অভিযান চলছে, এখনও নিখোঁজ ৩
  3. ০৩:০৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ ‘মোর জয়ার লাশটাও কি শ্যাষবার দেখির পাবো না’
  4. ০৮:৫১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ নববধূ নিয়ে মহালয়ায়, চারদিন পর মিললো হিমালয়ের মরদেহ
  5. ০৫:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: চতুর্থদিনে একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৩
  6. ০৩:০৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা বীর মুক্তিযোদ্ধা মঙ্গলু
  7. ১২:৪৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ ৪ দিন ধরে স্বামীর অপেক্ষায় নববধূ বন্যা
  8. ১১:০৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ ঘটনা তদন্তে কমিটির মেয়াদ বাড়লো ৩ দিন
  9. ০৭:৪২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ের আরও চার মরদেহ ভেসে এলো দিনাজপুরে
  10. ০৩:৪৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
  11. ০১:০৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় বাড়ছে লাশের মিছিল, ৬১ জনের মৃত্যু
  12. ০৯:০১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় মিললো আরও ৬ মরদেহ, মৃত বেড়ে ৫৬
  13. ০৯:১১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ ‘যাত্রীরা যে পাশেই যাচ্ছিলেন সে পাশেই ঢুকছিল পানি’
  14. ০৮:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ ৬০ জনের ধারণক্ষমতার নৌকাটিতে যাত্রী ছিলেন ‘দেড় শতাধিক’
  15. ০৭:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ আরও ৬ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪৯
  16. ০৫:৫২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ মিললো আরও ৪ মরদেহ, মৃত বেড়ে ৪৩
  17. ০৩:৩১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ মৃতের সংখ্যা বেড়ে ৩৯, এখনো নিখোঁজ ৫১
  18. ১১:২৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩২
  19. ০৯:২১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনো নিখোঁজ ৬৫
  20. ০৬:০৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ আরও একজনের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ২৫
  21. ০৯:৪৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ এখনো নিখোঁজ ৪০, খোলা হয়েছে তথ্যকেন্দ্র
  22. ০৯:৩৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় নৌকাডুবি: একে অন্যকে জড়িয়ে বাঁচার আকুতি করছিল যাত্রীরা
  23. ০৮:৫০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় নৌকাডুবি: ঘটনা তদন্তে জেলা প্রশাসনের কমিটি
  24. ০৪:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু