ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করতোয়ায় নৌকাডুবি

আরও একজনের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ২৫

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবিতে এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো ৬৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে প্রথম দিনের মতো উদ্ধারকাজ স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কও রায় বলেন, এ পর্যন্ত ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সর্বশেষ ৬৫ জনকে নিখোঁজের তালিকাভুক্ত করা হয়েছে।

খবর পেয়ে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মহালয়া উপলক্ষে দুপুরে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী ছিলেন। ফলে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে যায়।

সফিকুল আলম/কেএসআর

টাইমলাইন

  1. ০৫:২৪ পিএম, ০২ অক্টোবর ২০২২ দুর্গোৎসবের পরিবর্তে চলছে শোকের মাতম
  2. ০২:৪১ পিএম, ০২ অক্টোবর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: উদ্ধার অভিযান চলছে, এখনও নিখোঁজ ৩
  3. ০৩:০৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ ‘মোর জয়ার লাশটাও কি শ্যাষবার দেখির পাবো না’
  4. ০৮:৫১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ নববধূ নিয়ে মহালয়ায়, চারদিন পর মিললো হিমালয়ের মরদেহ
  5. ০৫:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: চতুর্থদিনে একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৩
  6. ০৩:০৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা বীর মুক্তিযোদ্ধা মঙ্গলু
  7. ১২:৪৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ ৪ দিন ধরে স্বামীর অপেক্ষায় নববধূ বন্যা
  8. ১১:০৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ ঘটনা তদন্তে কমিটির মেয়াদ বাড়লো ৩ দিন
  9. ০৭:৪২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ের আরও চার মরদেহ ভেসে এলো দিনাজপুরে
  10. ০৩:৪৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
  11. ০১:০৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় বাড়ছে লাশের মিছিল, ৬১ জনের মৃত্যু
  12. ০৯:০১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় মিললো আরও ৬ মরদেহ, মৃত বেড়ে ৫৬
  13. ০৯:১১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ ‘যাত্রীরা যে পাশেই যাচ্ছিলেন সে পাশেই ঢুকছিল পানি’
  14. ০৮:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ ৬০ জনের ধারণক্ষমতার নৌকাটিতে যাত্রী ছিলেন ‘দেড় শতাধিক’
  15. ০৭:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ আরও ৬ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪৯
  16. ০৫:৫২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ মিললো আরও ৪ মরদেহ, মৃত বেড়ে ৪৩
  17. ০৩:৩১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ মৃতের সংখ্যা বেড়ে ৩৯, এখনো নিখোঁজ ৫১
  18. ১১:২৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩২
  19. ০৯:২১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনো নিখোঁজ ৬৫
  20. ০৬:০৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ আরও একজনের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ২৫
  21. ০৯:৪৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ এখনো নিখোঁজ ৪০, খোলা হয়েছে তথ্যকেন্দ্র
  22. ০৯:৩৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় নৌকাডুবি: একে অন্যকে জড়িয়ে বাঁচার আকুতি করছিল যাত্রীরা
  23. ০৮:৫০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ করতোয়ায় নৌকাডুবি: ঘটনা তদন্তে জেলা প্রশাসনের কমিটি
  24. ০৪:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ পঞ্চগড়ে নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু