চাঁপাইনবাবগঞ্জে বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর বটির কোপে রিনা (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রিনা ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
রেশমি নামের স্থানীয় এক বাসিন্দা জানান, বেশ কিছুদিন ধরে মনিরুলের সঙ্গে তার স্ত্রী রিনার ঝগড়া লেগেই থাকতো। বিকেল ৫টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাশে থাকা একটি বটি দিয়ে রিনার পেটে ও মাথায় আঘাত করে মনিরুল। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার রফিক বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে রিনাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রবিত্র বলেন, অভিযুক্ত মনিরুল পালিয়েছেন। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ