ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজ হওয়ার দুই বছর পর যুবকের কঙ্কাল উদ্ধার

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২

বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের দুই বছর পর হত্যাকারীদের স্বীকারোক্তির ভিত্তিতে মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় রানা শরীফ (২৩) নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাসন গ্রামের একটি বাঁশবাগান এ কঙ্কাল উদ্ধার করা হয়।

নিহত রানা শরীফ শাসন গ্রামের শরীফ আহম্মেদ ওরফে বাচ্চু শরীফের ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ যুবকের কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, ২০২০ সালে ২৮ সেপ্টেম্বর রানা শরীফ নিখোঁজ হন। পরে তার সন্ধান না পেয়ে মোল্লাহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রানার বাবা। বিষয়টি অনুসন্ধান করে বুধবার (২১ সেপ্টেম্বর) শাসন গ্রামের এনামুল ফকিরের ছেলে রুহুল আমিন ফকির (২২) ও হেদায়েত চৌধুরীর ছেলে শহীদুল চৌধুরীকে (৩০) আটক করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, নিখোঁজ হওয়ার দিন একই গ্রামের মিরাজ চৌধুরীর বাড়িতে রানাকে হত্যা করেন তারা। পরে মরদেহ বস্তাবন্দি করে ওই এলাকার নির্জন একটি বাঁশবাগানে পুঁতে রাখেন।

ওসি সোমেন দাশ বলেন, জঘন্যতম এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত রানা শরীফের বাবা শরীফ আহম্মেদ ওরফে বাচ্চু শরীফ বলেন, ‘আমার ছেলের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যার পর লাশ গুম করে রাখে খুনিরা। আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।’

এসআর/জেআইএম