ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মহেশখালীতে দেয়াল ধসে একজন নিহত : আহত ২

প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজারের মহেশখালীতে মাটির দেয়ালে চাপা পড়ে রুবি আকতার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আহত হন একই পরিবারের আরো ২ জন।

সোমবার ভোররাতে মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, স্বামী খাইরুল করিম (৩০) ও তাদের সন্তান মেহেদী হাসান (৩)।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে খায়রুল স্ত্রী-সন্তান নিয়ে ঘুমাতে যান। সোমবার ভোররাত ৪টার দিকে নির্মাণাধীন কাঁচা দেয়ালটি হটাৎ ঢলে পড়লে এর নিচে চাপা পড়েন তারা। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে মহেশখালী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) হাসপাতালে পাঠানো হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় কমেক হাসপাতালে রুবি আকতার মারা যান।

স্বামী খাইরুল করিম  ও সন্তান মেহেদী হাসানের অবস্থাও আশঙ্কাজনক বলে উল্লেখ করেন কমেক হাসপাতালের চিকিৎসকরা।

মহেশখালী থানা পুলিশের ওসি সাইকুল আহমদ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সায়ীদ আলমগীর/এফএ/এমএএস/আরআইপি