ফরিদপুরে ট্রাকচাপায় অটোচালক নিহত
ফরিদপুরের পশ্চিম খাবাসপুর দি নিরাময় হাসপাতালের সামনে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ইব্রাহিম হোসেন ওরফে ইবরা (১৪) নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইবরা পশ্চিম খাবারসপুর জেলেপাড়া এলাকার রুস্তুম শেখের ছেলে।
ফরিদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট তুহিন লস্কর জানান, আজ বেলা ১১টার দিকে ফরিদপুর শহর থেকে ভাঙ্গাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে আহত হয় ইবরা।
তিনি জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেশি ইসলাম খন্দকার জানান, তারা জেলেপাড়ায় ভাড়া বাসায় থাকত এবং গরিব বাবার সংসারের রোজগারে জন্য সে (ইবরা) বেশ কিছুদিন যাবত রিকশা চালাত।
এস.এম.তরুন/এসএস/আরআইপি