ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তরুণ দত্ত (৪৫) নামে এক ব্যবসায়ী মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার শহরের বর্ধনকুঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তরুণ দত্ত শহরের পৌরবাজার এলাকার হীরেন্দ্রনাথ দত্তের ছেলে। তিনি পেশায় একজন হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী জানান, সোমবার সকালে কলেজ রোড়ের বর্ধনকুটি এলাকার কালভার্টের নিচে মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ ও মাথা উদ্ধার করে। সোমবার ভোরে তরুণ দত্ত হাঁটাহাঁটি করছিলেন। তার পরনে আকাশি রংয়ের ট্রাকসুট ও পায়ে সাদা কেডস ছিল। ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। এরপর দেহ থেকে তার মাথাটি কেটে ফেলে পাশের ডোবার পানিতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ রোডে বর্ধনকুঠি এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে ব্রিজ সংলগ্ন একটি ডোবায় তরুণ দত্তের মস্তকবিহীন মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান স্থানীয় লোকজন। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেন নি। তবে তিনি জানান, পুরো ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।

অমিত দাশ/এসএস/আরআইপি