ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার

প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

যশোরের বেনাপোলের গাতীপাড়া সীমান্ত থেকে রোববার বিকেলে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় চা-পাতা, বিস্কুট, চকলেট এবং কসমেটিকস পণ্য। তবে বিজিবি সদস্যরা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার সামছুল আলম জানান, চোরাকারবারীরা গাতিপাড়া সীমান্ত দিয়ে এসব মালামাল পাচার করছিল। এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি এসব মালামাল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। উদ্ধাকৃত মালামাল বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।

মো. জামাল হোসেন/বিএ