ইয়াবা বিক্রেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার
বরিশাল নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার এক ইয়াবা বিক্রেতার বাসা থেকে দেশিয় অস্ত্র ও ব্যাগ ভর্তি মুঠোফোন উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক দল পলাশপুর হযরত শাহ্জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ইয়াবা বিক্রেতা মান্না সুমনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় প্লাস্টিকের একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে থেকে দেশিয় অস্ত্র ও মুঠোফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ওখানে বসে ইয়াবা সেবন করতো মাদক সেবিরা। টাকা কম পড়লে মুঠোফোন জমা রেখে ইয়াবা দেয়া হতো। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় মাদক বিক্রেতা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
সাইফ আমীন/এআরএ/এবিএস