ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মায়ের পরকীয়ার বলি ছেলে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের ঈদবারদী গ্রামে মায়ের পরকীয়ায় বলি হয়েছে ছেলে ইসমাইল হোসেন রিয়াদ (১১)। রোববার রিয়াদের মা রেখা বেগম নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই রাজিউল্লাহ জানান, কবিরাজ নূর মোহাম্মদের সঙ্গে রেখা বেগমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে সম্পর্কের অবনতি ঘটে। সে সময় রেখা বেগম কবিরাজ নূর মোহাম্মদের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে জানায়।

নূর মোহাম্মদ তার ছেলে রিয়াদকে হত্যার হুমকি দিয়ে আবারো পরকীয়া সম্পর্ক স্থাপন করে। এর মধ্যে তাদের আবারো মনোমালিন্য দেখা দিলে রেখা বেগম পরকীয়া সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানায়। এতে নূর মোহাম্মদ ক্ষুব্ধ হয়ে রিয়াদকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়। রিয়াদকে হত্যার বিষয়টি তার মা রেখা বেগম জানতো।  

আদালত সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর ভোর ৬টায় আড়াইহাজার উপজেলায় মসজিদের মক্তবে আরবী পড়তে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্র মো. ইসমাইল হোসেন রিয়াদ (১১)। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। ঘটনার তিনদিন পর ১৪ ডিসেম্বর আড়াইহাজার থানায় জিডি করা হয়। ১৬ ডিসেম্বর দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রিয়াদ উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ঈদবারদী গ্রামের গাড়ি চালক মো. ফিরোজ ভূইয়ার ছেলে ও একই এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। ১৯ ডিসেম্বর নুর মোহাম্মদ ও ২৭ ডিসেম্বর শাহীনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ।
 
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি