বাবুগঞ্জে টমটম উল্টে ৫ নারী যাত্রী দগ্ধ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকায় টমটম উল্টে ৫ যাত্রী দগ্ধ হয়েছেন। রোববার দুপুরে আগরপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ যাত্রীরা হলেন, মাইসা, হালিমা, সুমি, আলিমা ও আখি। তাদের বাড়ি আগরপুর ও মুলাদী এলাকায়।
শের-ই বাংলা মেডিকেলের জরুরী বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, টমটমযোগে আগরপুর থেকে তারা মুলাদীর মিয়ারচরের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিছুদূর অগ্রসর হাওয়ার সাথে সাথে টমটমটি উল্টে যায়। এতে টমটমের ফিল্টারের গরম পানি যাত্রীদের শরীরে লাগে। এতে ওই ৫ যাত্রী দগ্ধ হয়। ৫ যাত্রীর শরীরের ৪০ ভাগ দগ্ধ হয়েছে বলে তিনি জানান।
সাইফ আমীন/এমএএস/এবিএস