ভাষা আন্দোলনের অনুপ্রেরণায় দেশ স্বাধীনতা অর্জন করে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিশ্বে উন্নয়নের মডেল হচ্ছে- তখনই জঙ্গিরা বিদেশিদের হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস আলোচনা করা হলে এদেশের মানুষ মাথা উচুঁ করে শোনে এবং গর্ব করে। আর কিছু কুলাঙ্গার এখনো মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিরুপ মন্তব্য করার দুঃসাহস দেখায়।
শনিবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর কাবিলপুর আনন্দলোক কমিউনিটি বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভাষা আন্দোলনে আত্মত্যাগী শহীদদের অনুপ্রেরণাতেই এদেশ স্বাধীনতা অর্জন করে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছাদেক আলী খাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর নির্বাহী প্রধান এম আবদুস সালাম, আঞ্জুম নাহীদ চৌধুরী লাকী, উড়িয়া ইউনিয় পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার, মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, আবুল কাশেম প্রমুখ।
উল্লেখ্য, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালনায় জেলার প্রত্যন্ত চরাঞ্চলে আরো ১৭টি আনন্দলোক কমিউনিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।
অমিত দাশ/এআরএ/আরআইপি