ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৪:০৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টঙ্গী, জয়দেবপুর এবং উত্তরার ৭টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জাগো নিউজকে জানান, শনিবার রাত ২টার দিকে মিলগেট এলাকার একটি তুলার গুদামে আগুন লাগে। পরে আগুন আশপাশের আরও ৪টি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ৩টি, জয়দেবপুর স্টেশনের ২টি এবং উত্তরার স্টেশনের ২টি ইউনিটের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনের তুলা এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
                        
আমিনুল ইসলাম/এসএস/এমএস