ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘পার্টনারে’ মাদক কারবার, নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২২

রাজশাহীর চারঘাটে তাজমা বেগম (৪৫) নামের এক মাদক কারবারিকে নারীকে ফেনসিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ইউসুবপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক নারী চারঘাট ইউসুবপুর মন্ডলপাড়ার ফারুক আহাম্মেদের স্ত্রী।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে চারঘাট ইউসুবপুর মন্ডলপাড়ার ফারুক আহাম্মেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ফারুকের স্ত্রী তাজমা বেগমকে সাত বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তাজমা স্বীকার করেন, মন্ডলপাড়ার খবির উদ্দিনের ছেলে আবুল কালাম ওরফে মদ কালাম ও তিনি দীর্ঘদিন ধরে ‘পার্টনারে’ মাদক কারবার করে আসছিলেন।

বিজ্ঞাপন

এ ঘটনা তাজমা বেগমকে ১ নম্বর ও কালামকে পলাতক উল্লেখ করে ডিবি পুলিশ বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করে। পরে এ মামলায় তাজমাকে গ্রেফতার দেখানো হয়।

এসআর/এএসএম

বিজ্ঞাপন