ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আখাউড়ায় ফেনসিডিলসহ দুই নারী আটক

প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেনসিডিলসহ লাকী বেগম (৩৫) ও মাজেদা বেগম (৪০) নামে দুই নারীকে আটক করেছে বিজিবি। শনিবার বিকেলে উপজেলার গঙ্গাসাগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক লাকী বেগম নরসিংদীর রায়পুরা উপজেলার বড়মারা গ্রামের মো. আমির হোসেনের স্ত্রী ও মাজেদা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী।

বিজিবি জানান, বিকেলে উপজেলার গঙ্গাসাগর রোড এলাকায় স্থানীয় গঙ্গাসাগর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. মাহ্ফুজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানকালে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ওই দুই নারীকে আটক করা হয়।

১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মাদকসহ আটকদের আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/বিএ