গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শিপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।
সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদের ৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শিপনের বিরুদ্ধে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ধাপেরহাট ইউনিয়নের ভূমি অফিসের ভেতরে অবস্থিত একটি পুরাতন ড্রেনের ১৮০০ ইট অন্যত্র স্থানান্তর সংক্রান্ত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। তাই ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ধারা ৩৪ উপধারা (১) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও পত্রে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুন শনিবার জাগো নিউজকে বলেন, ওই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ সংক্রান্ত আদেশের পত্র জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছেছে। তবে তার কার্যালয়ে এখনো পৌঁছেনি। আদেশের কপি তিনি হাতে পেলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাঠাবেন।
অমিত দাশ/এমজেড/আরআইপি