ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে বিএনপির কাউন্সিলকে ঘিরে চলছে জোর প্রস্তুতি

প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

আগামী মঙ্গলবার ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। তৃণমূল নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে এই ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে।

ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, রাতদিন এক করে আমাদের কাজ করে যেতে হচ্ছে। ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঝিনাইদহ প্রিয়া সিনেমা হলে। কে হচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক এ ব্যাপারে তিনি মুখ খুলতে নারাজ।

তিনি জানিয়েছেন, যারা বিগত দিনে দলের জন্য কাজ করেছেন ও ত্যাগ স্বীকার করেছেন তারাই পদে আসতে পারেন।

জেলা বিএনপির বর্তমান সভাপতি মশিউর রহমান জানান, দীর্ঘ ৬ বছর পর ঝিনাইদহ জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে কাউন্সিল অনুষ্ঠান পরিচালনায় প্রশাসনসহ সকলের সাহায্য কামনা করেছেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেবার কথা রয়েছে। হামলা-মামলার শিকার দলটির নেতাকর্মীদের মাঝে এ কাউন্সিল ঘিরে উত্তেজনা বিরাজ করছে।

এমএএস/আরআইপি