ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বর্তমান সরকার ক্ষমতায় এসে মৃত বন্দর সচল করেছে

প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপি-জামায়াত জোট সরকার দক্ষিণাঞ্চলের কোনো উন্নয়ন করে না। এ অঞ্চলের মানুষকে খালেদার জিয়ার পছন্দ হয় না। তাই তাদের আমলে মংলাবন্দর মুখ থুবড়ে পড়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মৃত মংলা বন্দরকে সচল করা হয়েছে।

এখন মংলা বন্দর দিয়ে আমদানি পণ্যের ৪০ শতাংশ খালাশ করায় এই বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখে। শনিবার দুপুরে বাগেরহাটে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রশাসন আয়োজিত বিভিন্ন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার দুপুরে বাগেরহাটে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রশাসন আয়োজিত বিভিন্ন অনুদান প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তবে বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন বিশ্বব্যাংক পদ্মা সেতুর নির্মাণে অর্থ বরাদ্দ ফিরিয়ে নিয়েছে খোড়া অজুহাত দেখিয়ে। ড. ইউনুসকে একটি ব্যাংকের এমডি করার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। সেই না করায় বাংলাদেশকে অর্থসহায়তা থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্ত বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দৃঢ়তার জন্য আজ জনগণের টাকায় পদ্মা সেতুর কাজ দৃশ্যমান। আগামী ২০১৮ সালের মধ্যেই স্বপ্নের এই সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানী ঢাকায় যেতে সক্ষম হবেন। পদ্মা সেতুর মধ্য দিয়ে গোটা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, চিতলমারী উপজেলা চেয়ারম্যান মোল্লা মুজিবর রহমান শামীম, ভাইস চেয়ারম্যান রাশেদুল পুকুল প্রমুখ।

অনুষ্ঠানে বয়স্ক ভাতা এক কোটি ৮৬ লাখ ৬২ হাজার, বিধবা ভাতা ৮১ লাখ ৭৯ হাজার, প্রতিবন্ধী ভাতা ৪৩ লাখ ৩২ হাজার, মুক্তিযোদ্ধাদের অনুদান সাত লাখ ৬৩ হাজার, কৃতি শিক্ষার্থীদের মাঝে পাঁচ লাখ ৪৪ হাজার, দুস্থদের মাঝে ২২শ` কম্বল এবং কৃষকদের মাঝে আটটি পাওয়ার টিলার হস্তান্তর করেন। চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

শওকত আলী বাবু/এমজেড/আরআইপি