ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতকানিয়ায় প্রতিপক্ষের গুলিতে বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

সাতকানিয়ায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুজন নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার খাগড়িয়া নুরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজী মো. ইদ্রিস (৬০) ও তার ছেলে মো. খালেদ (২২)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি পর্যবেক্ষণ করছি।’
 
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর এবং জমির মালিকানা নিয়ে এলাকার বাসিন্দা হান্নানের সঙ্গে ইদ্রিসের বিরোধ চলছিল। তারা উভয়ে চাচা-ভাতিজা। বিরোধের অংশ হিসেবে শুক্রবার উভয় পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে গুলিতে ইদ্রিস ঘটনাস্থলে এবং তার ছেলে খালেদ চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জীবন মুছা/একে/এবিএস