ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলের রাস্তা বিক্রি করে দিলেন জমিদাতা, বিপাকে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বিক্রি করে দিয়েছেন বিদ্যালয়ের জমিদাতারা।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক নিলা আক্তার, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ও আজিজুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের জমি দান করেছিলেন মোফাজ্জল হোসেন, আব্দুল গনী, ফজলুল হক ও বাবুল মাস্টার নামের চার ব্যক্তি। সম্প্রতি ওই চারজন মিলে স্কুলে যাতায়াতের রাস্তাটি বিক্রি করে দিয়েছেন। এতে বিপাকে পড়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। পাশের জমির সঙ্গে এই রাস্তাটি বিক্রি করে দেওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক বলেন, ‘বিদ্যালয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। এমনিতেই বিদ্যালয়টি নিচু জায়গায়। এখন যদি জমির ক্রেতা রাস্তা না দেন তাহলে বিদ্যালয়ে যাওয়ার আর কোনো পথ থাকবে না।’

জানতে চাইলে বিদ্যালয়ের জমিদাতা মোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা আমাদের জমি বিক্রি করেছি। জমির পাশ দিয়ে বিদ্যালয়ের রাস্তা গেছে। জমির দাগের সঙ্গে রাস্তার জায়গাটুকু আছে। তাই এটি বিক্রি করা হয়েছে।’

এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এসআর/এএসএম