ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো আতাফল

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথমবারের মতো আমদানি করা হয়েছে আতাফল। হিলির খান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের ব্যাঙ্গালর থেকে এ ফল আমদানি করছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে আতা ফল বোঝাই একটি মিনি ট্রাক হিলি বন্দরে দিয়ে দেশে প্রবেশ করে। আমদানিকৃত এসব ফল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাবে।

জানতে চাইলে খান ট্রেডার্সের ব্যবস্থাপক মাহাবুর রহমান জাগো নিউজকে বলেন, আতা একটি ঐতিহ্যবাহি ফল। দেশের বাজারে এ ফলের প্রচুর চাহিদা রয়েছে। সেই কারণেই আমদানি করা হয়েছে। এ ফল স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশে বিভিন্নস্থানে সরবরাহ করা হচ্ছে।

হিলি কাস্টমসের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাব মল্লিক জাগো নিউজকে বলেন, প্রথমদিন ভারত থেকে এক ট্রাকে আড়াই মেট্রিক টন আতা ফল আমদানি হয়েছে।

মো. মাহাবুর রহমান/এএইচ/এএসএম