ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভাসানচরে ফেরত গেলেন পালানো ৩ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে এক কিশোরীসহ পালিয়ে আসা তিন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে চরজব্বর থানা পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ পাহারায় তাদেরকে পুনরায় ভাসানচর আশ্রয়ন ক্যাম্পে পাঠানো হয়। এর আগে সোমবার রাত ৯টার দিকে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তার মাথায় স্থানীয় লোকজন তাদের আটক করে।

এরা হলেন- কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের ১৫ বছর বয়সী এক কিশোরী, একই ক্যাম্পের মো. জুবায়ের (২৩) ও ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৩ নম্বর ব্লকের সুলতান আহমেদের ছেলে জয়নাল হোসেন (২৪)।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জাগো নিউজকে বলেন, স্থানীয়রা আটক রোহিঙ্গাদের রাতেই থানায় সোপর্দ করে। পরে আজ (মঙ্গলবার) দুপুরে পুনরায় পুলিশ পাহারায় তাদেরকে ভাসানচর ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

রোহিঙ্গাদের বারত দিয়ে স্থানীয় লোকজন জানায়, আটক রোহিঙ্গাদের মধ্যে কিশোরী ও জুবায়ের কিছুদিন আগে কক্সবাজার থেকে ভাসানচরে বেড়াতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তারা ভাসানচরের আরও পাঁচজন রোহিঙ্গাকে নিয়ে পালানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী সোমবার রাতে দালালের মাধ্যমে তারা নদীপথে সুবর্ণচরের মোহাম্মদপুর হয়ে পালিয়ে যাচ্ছিলেন। তারা তিনজন ধরা পড়লেও আরও চারজন পালিয়ে গেছে।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, রাত ৯টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তার মাথায় অপরিচিত ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় তারা তিনজনকে ধরতে সক্ষম হলেও বাকি চারজন পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তিন রোহিঙ্গাকে আটক করে তার কাছে নিয়ে আসেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ইউপি কার্যালয় থেকে তাদের আটক করে নিয়ে যায়।

ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস