ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নদী ও খাল খননের ব্যবস্থা করছে সরকার : পলক

প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশ থেকে মৎস্য ভান্ডার হারিয়ে যেতে বসেছিল। `জাল যার জলা তার` এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার মৎস্য ভান্ডারকে সমৃদ্ধ করতে অভয়াশ্রম ঘোষণা দিয়ে নতুন নতুন আইনের মাধ্যমে নদী, খাল, পুকুর, বিল খননের ব্যবস্থা করছে। তারই ধারাবাহিকতায় জেলেদের পরিচয়পত্র ও মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।

শনিবার নাটোরের সিংড়ায় উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এই বাইসাইকেল ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী মৎস্য সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাহবুবুল আলম, ঢাকা মৎস্য অধিদফতরের জেলে নিবন্ধন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান তরফদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি