টাঙ্গাইলে রাইস মিলের ছাদ ভেঙে ৩ শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলের গোপালপুরে একতা রাইস মিলের ছাদ ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম। সবাই ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
রোববার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জাগো নিউজকে জানান, একতা রাইস মিলের ছাদ ভেঙে পড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার মণ ওজনের চালসহ কেরিং ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও লাশ থাকতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এমএএইচ/