ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় আ.লীগের সম্মেলন ঘিরে কৌতূহল

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:২৬ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

দীর্ঘ প্রায় ২০ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বহুল প্রত্যাশিত কমিটি গঠন হতে যাচ্ছে। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে অনেকটা চাঙ্গাভাব বিরাজ করছে। এ উপলক্ষে শনিবার জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজ মাঠে দলের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির বর্ধিতসভার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি উপস্থিত থাকার কথা রয়েছে। কমিটি চূড়ান্ত থাকলেও এ বর্ধিতসভায় কমিটি ঘোষণা নাও হতে পারে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে। আজকের অনুষ্ঠানটি ‘ কাউন্সিল, সম্মেলন ও কর্মী সমাবেশ’ এ ৩ নামেই অবহিত করা হয়েছে অতিথিদের সফরসূচি ও দলীয় নিমন্ত্রণ কার্ডে। তাই আজ কমিটি ঘোষণা হচ্ছে কিনা এ নিয়েও নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে নানা কৌতূহল।

দলীয় সূত্রে জানা যায়, বিগত ১৯৯৫ সালের ২২ নভেম্বর সর্বশেষ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে প্রয়াত অধ্যাপক খোরশেদ আলমকে সভাপতি ও অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটকে সাধারণ সম্পাদক এবং বর্তমান রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপিকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরে ২০০৫ সালে মেয়াদ উত্তীর্ণ ওই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে (লোটাস কামাল) আহ্বায়ক এবং মুজিবুল হক মুজিব, অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট ও শফিকুল ইসলাম শিকদারকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরই মধ্যে ওই আহ্বায়ক কমিটির ১০ বছর কেটে গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর আজ শনিবার অনুষ্ঠেয় বর্ধিতসভায় কমিটি গঠনের নানা গুঞ্জন থাকলেও তা ঘোষণা না করে বর্ধিতসভার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই ঢাকা থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা হবে। কমিটিতে আ হ ম মুস্তফা কামালকে (লোটাস কামাল) সভাপতি এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেলপথমন্ত্রী মুজিবুল হককে সাধারণ সম্পাদক করা হতে পারে।

দলীয় নিমন্ত্রণ কার্ডে আজকের অনুষ্ঠানটিকে ‘কর্মীসভা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, বিশেষ অতিথি পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপির সফরসূচিতে আজকের এ অনুষ্ঠানকে ‘সম্মেলন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও রেলপথমন্ত্রী মুজিবুল হকের সফরসূচিতে তা উল্লেখ করা হয়েছে ‘কর্মীসভা’ হিসেবে। অপর দিকে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সফরসূচিতে আজকের অনুষ্ঠানকে উল্লেখ করা হয়েছে ‘কাউন্সিল’ হিসেবে।

এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দুতিয়াপুরস্থ গ্রামের বাড়িতে গত বছরের ২৮ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মীসভা আহ্বান করা হয়েছিল। ওই সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। ওই সময় তিনি নিজেই কর্মসূচি স্থগিত করেছিলেন।

কামাল উদ্দিন/এসএস/এমএস