ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয়নগরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:২০ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সকালে স্থানীয় এলাকাবাসী বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা এলাকার একটি খালের পাশে অজ্ঞাত ওই যুবকের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস