কুয়াকাটা সৈকতে এবার ভেসে এলো অর্ধগলিত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি অর্ধগলিত মৃত ডলফিন ভেসে এসেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ডলফিনটি দেখতে পান স্থানীয় এক যুবক।
স্থানীয়রা জানান, ডলফিনটির শরীরের চামড়া অনেকটা উঠে গেছে। মাংস অনেকটা ক্ষয়ে গেছে। বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেওয়া হয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এরআগে চলতি বছর এ পর্যন্ত ১৭টি জীবিত ও মৃত ডলফিন ও তিমি কুয়াকাটা সৈকতে দেখা গেছে।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটি মাটিচাপা দিতে বলা হয়েছে।
এর আগে সকাল ৭টায় সৈকতের ঝাউবাগান পয়েন্টে অর্ধগলিত ৩০ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত তিমি ভেসে আসে।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম