ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় মনিরুজ্জামান (৪৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের কপোতাক্ষ ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান শার্শা উপজেলার মহিষা গ্রামের আবদুল লতিফের ছেলে।
ঝিকরগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আজম জানান, দুপুরে মনিরুজ্জামান মোটরসাইকেলে করে শার্শা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা বাজারের কপোতাক্ষ ব্রিজের ওপর পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিরুজ্জামান ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মিলন রহমান/এআরএ/এমএস