ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় মিলেছে

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ৩১ আগস্ট ২০২২

সাতক্ষীরায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় মিলেছে। দেহটি সাতক্ষীরার সুলতানপুরের চা বিক্রেতা ইয়াছিন আলীর বলে শনাক্ত করেছেন তার স্ত্রী।

বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার সুলতানপুরের এক নারী এসে ওই মরদেহ তার স্বামী ইয়াছিনের বলে জানান।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিন ধরে তিনি স্ত্রীর সঙ্গে সুলতানপুর জব্বারের বেড় এলাকায় বসবাস করতেন। সদর উপজেলার সামনে তার একটি চায়ের দোকান ছিল। কিছুদিন আগে তিনি পুরাতন সাতক্ষীরা এলাকায় নতুন দোকান দেন। মঙ্গলবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি।

নিহতের স্ত্রীর বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক লোকমান হোসেন বলেন, গলাকাটা মরদেহটি শহরের সুলতানপুরের চা বিক্রেতা ইয়াছিন আলীর। তবে তার মাথা এখনো পাওয়া যায়নি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, স্থানীয় বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার স্ত্রী প্রাথমিকভাবে মরদেহটি স্বামীর বলে শনাক্ত করেছেন। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বুধবার ভোরের কোনো এক সময় তাকে গলা কেটে করে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকায় বুধবার সকালে একটি গলাকাটা অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তদন্তকালে তার পরিচয় পাওয়া যায়।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/এএসএম