কুমিল্লায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত
কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত শেষ রাতের দিকে জেলার চান্দিনা উপজেলার রানীচড়া গ্রামের ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোলেমান (২৮) ও রুবেল (২৫)।
এসময় আহত হয়েছেন চান্দিনার বেলাশহর গ্রামের সেলিম মিয়ার ছেলে নাইম (২৮)। পুলিশ তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম জাগো নিউজকে জানান, খবর পেয়ে শুক্রবার ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বরযাত্রীবাহী গাড়িবহরসহ যাত্রীবাহী মাইক্রেবাসে পৃথক দুটি স্থানে ডাকাতির ঘটনা ঘটেছিল।
মো: কামাল উদ্দিন/এমজেড/পিআর