ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারের ২ পৌরসভায় নির্বাচনী তফসিল আগামী সপ্তাহে

প্রকাশিত: ০৩:২২ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে কক্সবাজার জেলার ৩ উপজেলার ২০ ইউনিয়ন ও দুই পৌরসভায় নির্বাচনী তফসিল আগামী সপ্তাহে ঘোষিত হতে যাচ্ছে। নির্বাচন অনুষ্ঠানে এরই মধ্যে রিটার্নিং অফিসারও নিয়োগ দেয়া হয়েছে।

চুড়ান্ত করা হয়েছে এসব নির্বাচনী এলাকার ভোটার তালিকা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১০ তারিখের আগে-পরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।  

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ইউপি নির্বাচনের প্রথম পর্যায়ে জেলার ২০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে টেকনাফ উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন হবে। এগুলো হলো, টেকনাফ সদর, বাহারছড়া, সেন্টমার্টিন, সাবরাং, হোয়াইক্যং ও হ্নীলা।

মহেশখালী উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন হবে। এগুলো হলো, কালারমারছড়া, কুতুবজোম, ছোট মহেশখালী, ধলঘাটা, বড় মহেশখালী, মাতারবাড়ী, শাপলাপুর, হোয়ানক, কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়ন আলী আকবর ডেইল, উত্তর ধুরং, কৈয়ারবিল, দক্ষিণ ধুরং, বড়ঘোপ ও লেমশীখালী। এছাড়া একই সময়ে চকরিয়া ও টেকনাফ পৌরসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন জাগো নিউজকে জানান, কক্সবাজার জেলার এসব ইউনিয়ন ও পৌরসভায় চলতি মাসের ১০ তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। গ্রিন সিগন্যাল পেয়েই নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর