ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাতীবান্ধায় নিপাহ রোগ প্রতিরোধে র‌্যালি

প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধায় নিপাহ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যালিটি হাতীবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রিলিফ ইন্টারন্যাশনাল যৌথভাবে এর আয়োজন করে।
 
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মতকর্তা নাজমুল হক খন্দকার, উপজেলা ভেটেনারি সার্জন নাবিল ফারাবী, রিলিফ ইন্ট্যারন্যাশনাল এর প্রতিনিধি ডা. দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

উল্লেখ্য, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপি নিপাহ ভাইরাসে নারী, শিশুসহ ২৪ জন প্রাণ হারান।

রবিউল হাসান/এসএস/পিআর