সাতক্ষীরায় ৪ হাজার ভারতীয় মুরগির বাচ্চা জব্দ
সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত এলাকা থেকে চার হাজার পিস ভারতীয় মুরগির বাচ্চা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিজিবি ৩৮ ব্যাটালিয়ন সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
এ সময় বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ভোরে সদর উপজেলার পদ্ম শাখরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। সেখানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪ হাজার পিস মুরগির বাচ্চা জব্দ করা হয়। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
এসএস/আরআইপি