ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে শিক্ষা কর্মকর্তার অফিসে ছাত্রলীগের হামলা

প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিস ভাঙচুর করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে গিয়ে এ ভাঙচুর চালায়।

এছাড়াও স্থানীয় টাউন হলে আয়োজিত আলোচনা সভার ব্যানার ও অতিথিদের জন্য রাখা ফুল ছিঁড়ে ফেলেছে তারা। তবে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রাথমকি শিক্ষা অফিসের এক কর্মচারী জাগো নিউজকে বলেন, সকাল সোয়া ৯টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী হঠাৎ অফিসে এসে ভাঙচুর করে। এতে অফিসের চেয়ার-টেবিল-ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে কি কারণে ভাঙচুর করেছে তা জানাতে পারেননি তিনি।

কারা ভাঙচুর করেছে-এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কোন মন্তব্য না করলেও অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর কারণে ভাঙচুর করা হয়েছে বলে তিনি স্বীকার করেন।

এ ব্যাপারে অনুষ্ঠানের বিশেষ অতিথি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, যারা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তারা কাজটি ঠিক করেনি। তিনি ওই দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ছাত্রলীগের নামে বহিরাগত সন্ত্রাসীরা ভাঙচুর করেছে বলে দাবি করে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। তিনি বলেন, ছাত্রলীগ কখনোই এমন ন্যাক্কারজনক কাজ করতে পারে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অধিদফতর রংপুর বিভাগীয় উপ-পরিচালক মহিউদ্দিন আহম্মেদ তালুকদার, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান শফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

জিতু কবীর/এসএস