ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে ফার্নিচার দোকান ও স’মিলে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জের শহরের ডন চেম্বার এলাকায় স’মিলসহ ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে গেছে দুটি স’মিল ও ৪টি ফার্নিচারের দোকান। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- আলামিনের মালিকানাধীন সৌখিন ফার্নিচার, ফয়সালের মালিকানাধীন মোহাম্মদিয়া ফার্নিচার, মিলনের মালিকানাধীন মুন্সিগঞ্জ ফার্নিচার, আলমগীরের মালিকানাধীন দেওয়ান ফার্নিচার এবং শাহ আলম ও বাতেন মোল্লার মালিকানাধীন পৃথক দুটি স’মিল।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুন্সিগঞ্জ ফার্নিচারের মালিক মিলন জানান, ভোরে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দুটি স’মিলসহ ৪ টি ফার্নিচারের দোকানের ব্যাপক ক্ষতি সাধিত হয়। অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি স’মিল মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানাতে পারেনি।

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার বেলাল হোসেন জাগো নিউজকে জানান, দুটি স্টেশনের ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আর অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

শাহাদাত হোসেন/এসএস/আরআইপি