ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিলের তারিখ পরিবর্তন

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

অনিবার্য কারণবশত সিলেট জেলা ও মহানগর বিএনপির ৬ ফেব্রুয়ারির (শনিবার) পূর্ব ঘোষিত কাউন্সিলের তারিখ পরিবর্তন করা হয়েছে। শনিবারের পরিবর্তে ৭ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১০টা থেকে দিনব্যাপী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্ঠা ইনাম আহমদ চৌধুরী, বিএনপির-যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মো. শাহজাহান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়া হাসান জীবন।

রোববারের কাউন্সিলকে সফল করার জন্য বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

বুধবার সন্ধ্যায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. নুরুল হক ও সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছামির মাহমুদ/এআরএ