ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নকল সরবরাহের দায়ে শিক্ষকের অর্থদণ্ড

প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে নকল সরবরাহের দায়ে বরিশালের হিজলা উপজেলার পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান সরকারের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুর ৩টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজিম উর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

এর আগে বেলা ১১টার দিকে বিধান সরকারকে উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয কেন্দ্র থেকে আটক করা হয়েছিল। বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলা রিসোর্স কর্মকর্তা নুরুল ইসলাম জানান, তিনি উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শকের দায়িত্বে ছিলেন। শিক্ষক বিধান সরকার ওই কেন্দ্রে প্রবেশ করে এক পরীক্ষার্থীকে নকল সরবরাহের সময় তাকে হাতেনাতে আটক করি।

পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সাইফ আমীন/এআরএ/আরআইপি